সেবা মূলক কার্যক্রমের তথ্যঃ
কার্যক্রম | সেবা | সেবা গ্রহণকারী |
আর্থ সামাজিক উন্নয়ন সেবা(সুদমুক্ত ঋণ) শহর সমাজসেবা কার্যক্রম | ৫ হাজার থেকে ১০ হাজার টাকা ক্ষুদ্রঋণ। শহর এলাকায় দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন,সচেতনতা বৃদ্ধি,উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান,ক্ষুদ্রঋণ প্রদান,লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন। | সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক‘ ও ‘খ‘ শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ; সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ‘ শ্রেণীভূক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ১০ হাজার টাকার উর্দ্ধে। |
পল্লী সমাজসেবা কার্যক্রম
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম | ৫ হাজার থেকে ১০ হাজার টাকা ক্ষুদ্রঋণ। পল্লী অঞ্চলে দরিদ্র জনগণকে এবং নারীদের সংগঠিত করে উন্নয়নের মুল স্রোতধারায় আনয়ন সচেতনতা বৃদ্ধি, উদ্ভুদ্দকরণ এবং দক্ষতা উন্নয়ণের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ক্ষুদ্রঋণ প্রদান লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুজিঁ গঠণ। | নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ১০ টাকার উর্দ্ধে। |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম | ০৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ | এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক আয়-২০,০০০/- ( বিশ হাজার) টাকার নীচে। |
সামাজিক নিরাপত্তা সেবাঃ
বয়স্কভাতা কার্যক্রম | সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান।
| দেশের সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ,যার বার্ষিক গড় আয় অনধিক ৩০০০(তিনহাজার)টাকা |
অসচ্ছল প্রতিবন্ধীভাতা কার্যক্রম | সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকারি বা বেসরকারি সকল সুবিধা হতে বঞ্চিত সে সকল প্রতিবন্ধীদের ভাতা প্রদান। | ০৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোন ভাতা পাননা,যিনি চাকুরিজীবী কিংবা পেনশনভো্গী নন এবং সেসব প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিকআয় ২৪,০০০(চবিবশ হাজার)টাকার কম। |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপ-বৃত্তি | প্রাথমিক স্তর(১ম-৫ম)জনপ্রতি মাসিক=৩০০ টাকা, মাধ্যমিক স্তর (৬ষ্ঠ-১০শ্রেণী) জনপ্রতি মাসিক=৪৫০ টাকা, উচ্চমাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেণী) জনপ্রতি মাসিক=৬০০ টাকা, উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর) জনপ্রতি মাসিক=১,০০০ টাকা | সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ০৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী,যাদের বার্ষিক মাথাপিছ পারিবারিকআয়-৩৬,০০০(ছত্রিশ হাজার)টাকার নিচে। |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা | সরকার কর্তৃক নির্ধারিত হারে সম্মানি ভাতা প্রদান। | মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে ২টি তালিকায় অর্ন্তভুক্ত, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভুক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। |
প্রবেশন ও আফটার কেয়ার কর্মসুচী বাস্তবায়ন | মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তিপ্রদান স্থগিত রেখে সংশোধন ও আত্বনশুদ্ধির ব্যবস্থা করা। মুক্তিপ্রাপ্ত কয়েদী/ প্রবেশনারদের প্রশিক্ষণ, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন। | সংশ্লিষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রবেশনার/ ব্যক্তি আইনের সংস্পশে আসা শিশু / কিশোর। মৃত্যুদন্ড, যাবৎ জীবন কারাদন্ড এবং রাষ্ট্রদ্রোহীতা, বিস্ফোরকদ্রব্য আইন, অস্ত্র আইন ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট আইনে নারী ব্যতীত ১ বছরের অধিক যে কোন মেয়াদে কারাদন্ড প্রাপ্ত কোন নারী যিনি রেয়াতসহ শতকরা ৫০ ভাগ কারাদন্ড ভোগ করেছেন। |
শহর সমাজসেবা কার্যালয়ে আর্থ-সামাজিক ও দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ | কম্পিউটার, দর্জি বিজ্ঞান, এম্ব্রয়ডারী, বাটিক ব্লক, চাইনিজ রান্না, রেডিও টি ভি মেরামত,বৈদ্যুতিক মেরামত ও ফুল তৈরী সহ যুগোপযোগী বিষয়ে প্রশিক্ষণ প্রদান। | শহর এলাকার শিক্ষিত, অর্ধ শিক্ষিত বেকার যুবক ও যুব নারী |
সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম | * দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বিতভাবে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে আনুষ্ঠঅনিক শিক্ষা প্রদান। *দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের আবাসিক/অনাবাসিক থাকার ব্যবন্থা ও ভরণ-পোষণ । * ব্রেইল পদ্ধতির মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থাকরণ। | দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র |
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম | *হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান। *দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত,পথ্য,বস্ত্র, চশমা,ক্রাচ,কৃত্রিম অঙ্গপ্রদানসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ। *দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা ব্যয়ে সহায়তা প্রদান। *দরিদ্র ও অসহায়রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ। *অবাঞ্চিত ও পরিত্যক্ত শিশুদের পুনর্বাসন। *রোগের কারণে পরিবারে অনাকাংখিত হয়ে দুর্বীসহ জীবন-যাপন কারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা প্রদান। *দরিদ্র, অসহায় বৃদ্ধ/প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান এবং সমাজসেবা অধিদফতর পরিচালিত প্রতিষ্ঠানে ভর্ত্তির সুযোগ করে দেয়া। *হাসপাতালে অবস্থানরত রোগীদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা। *চিকিৎসার প্রয়োজনে রোগীকে অন্য হাসপাতালে/ চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরে সহায়তা। | সমস্যাগ্রস্থ, অসহায় ও দরিদ্র রোগী। |
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও সহায়তা; স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্বাবধান;
| স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মুলক সংগঠনের নামের ছাড়পত্র প্রদান, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমুহ ( নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামুলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/ প্রতিষ্ঠান/ সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন। নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, সাধারণ ও কার্যকরী পরিষদ অনুমোদন, মেয়াদান্তে নবনির্বাচিত কার্যকরী পরিষদ অনুমোদন, নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্য এলাকা একাধিক জেলায় সম্প্রসারণের অনুমোদন, নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ এবং নিবন্ধনপ্রাপ্ত সংগঠন সমূহের কার্যক্রম তদারকি। | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমুলক কার্যক্রমে আগ্রহী সংগঠণ, প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা সমিতি ইত্যাদি। |
বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান সরকারী শিশু পরিবার এতিমশিশু প্রতিপালন ও পুনর্বাসন | ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান শারীরিক বুদ্ধি বৃত্তি ও মানবিক উৎকর্ষতা সাধন, পুর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। | বেসরকারী এতিমখানা ৫-৯ বৎসর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু। ৬-৯ বৎসর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন ও পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর ১৮ বৎসর বয়স পর্যন্ত সেবা প্রদান করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS