শিরোনাম
সম্মানিত পরিচালক (প্রতিষ্ঠান) মহোদয় কর্তৃক দেলদুয়ার,টাঙ্গাইলে শিশু উন্নয়ন কেন্দ্র স্থাপনের কার্যক্রম দর্শন
বিস্তারিত
পরম শ্রদ্ধেয় মহাপরিচালক Gazi Kabir স্যারের নির্দেশনায় পরিচালক (প্রতিষ্ঠান) স্যার টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত উপ -কারাগার দর্শন করেন। দর্শনকালে তাঁর সাথে ছিলেন উপপরিচালক (প্রতিষ্ঠান-২)স্যার, উপপরিচালক (কার্যক্রম)স্যার, উপপরিচালক(গাজীপুর)স্যার, উপজেলা নির্বাহী অফিসার, দেলদুয়ার, উপপরিচালক, টাংগাইল, স্যার, সহকারী পরিচালকদ্বয়,টাঙ্গাইল ও উপজেলা সমাজসেবা অফিসার, দেলদুয়ার এবং উপ-সহকারী প্রকৌশলী,এলজিইডি সহ কর্মকর্তাগণ।